৩১ মে থেকে তিনদিন ব্যাপী তেজপুরে রাজ্য সম্মেলন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ৩০ মে : ছাত্র সংগঠন এআইডিএসও-র অসম রাজ্য কমিটির উদ্যোগে আগামী ৩১ মে, ১ ও ২ জুন তেজপুরের হেম বরুয়া ভবনে ৫ম অসম রাজ্য ছাত্ৰ সন্মেলন অনুষ্ঠিত হবে। কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি জেলার শতাধিক ছাত্রছাত্রী সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক ছাত্ৰ প্রতিনিধি এতে অংশগ্ৰহণ করবে। সম্মেলনে অরুণাচল, মণিপুর, মিজোরাম এবং ত্ৰিপুরা থেকেও অনেক ছাত্ৰছাত্ৰী পৰ্যবেক্ষক প্ৰতিনিধি হিসেবে অংশগ্ৰহণ করবে।

এ উপলক্ষে ৩১ মে’ বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রকাশ্য সভা। প্রকাশ্য সভার উদ্বোধন করবেন এআইডিএসও’র প্ৰথম রাজ্য সম্পাদক, বিশিষ্ট জননেতা কান্তিময় দেব এবং প্ৰধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট জননেত্ৰী অধ্যাপক চন্দ্ৰলেখা দাস।
সম্মেলনে এআইডিএসও’র সৰ্বভারতীয় সাধারণ সম্পাদক শিবাশিস প্ৰহরাজ, দরং কলেজের প্ৰাক্তন অধ্যাপক পূৰ্ণেশ্বর নাথ, অভ্যর্থনা সমিতির সভাপতি মীনাক্ষি ভূঞা এবং এআইডিএসও’র রাজ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিন সন্ধ্যা ৬ টায় প্ৰতিনিধিদের পক্ষ থেকে দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং অন্যান্য শিল্পীদের অংশগ্ৰহনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১ জুন সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে উত্তর-পূৰ্বাঞ্চলের ছাত্ৰ-শিক্ষকদের মধ্যে একটি মত বিনিময় সভা। এই সভার আলোচ্য বিষয় হবে “উত্তর পূৰ্ব ভারতে উদ্যোগীকরণের সম্ভাবনা এবং বেকার সমস্যার সমাধান”। এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন শ্বিলংস্থিত উত্তর-পূৰ্বাঞ্চলীয় পাৰ্বত্য বিশ্ববিদ্যালয় (নেহু) এর বিশিষ্ট অধ্যাপক এইচ শ্ৰীকান্ত, মেঘালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ওয়াণ্ডেল পাসা, মণিপুরের বিশিষ্ট সমাজকৰ্মী প্ৰেম চন্দ্ৰ সিংহ, আসামের রূপহী কলেজের প্ৰাক্তন অধ্যাপক আব্দুস সবুর, অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর অন্যতম আহ্বায়ক অজয় আচাৰ্য, ত্ৰিপুরার সেভ এডুকেশন কমিটির বৰ্ষীয়ান সদস্য চমক দেববৰ্মা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

৩১ মে থেকে তিনদিন ব্যাপী তেজপুরে রাজ্য সম্মেলন এআইডিএসও-র

এদিন বিকেল ৪ টায় শুরু হবে প্ৰতিনিধি সভা। সেখানে প্ৰতিনিধিরা জাতীয় শিক্ষা নীতি’২০২০ সহ শিক্ষার জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে বিশদ আলোচনা করে শক্তিশালী ছাত্ৰ আন্দোলন গড়ে তোলার কাৰ্যসূচী গ্ৰহণ করবেন।

২ জুন প্ৰতিনিধি সভার সমাপ্তিতে নিৰ্দিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এআইডিএসও’র সৰ্বভারতীয় সভাপতি সৌরভ ঘোষ এবং প্ৰধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের পলিটব্যুরোর প্ৰবীণ সদস্য, প্ৰখ্যাত জননেতা অসিত ভট্টাচাৰ্য। উল্লেখ্য, শুক্রবার বরাক উপত্যকার প্রতিনিধিরা রওয়ানা দিয়েছেন।

Author

Spread the News