দেড় বছর পর মণিপুরের মুখ্যমন্ত্রীর মুখোমুখি প্রধানমন্ত্রী
২৯ জুলাই : মণিপুরে জাতিদাঙ্গা শুরুর দেড় বছর পর অবশেষে মণিপুরের মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক শেষে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেরই ফাঁকে বীরেনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মোদি। এমনই দাবি করা হচ্ছে এনডিটিভির রিপোর্টে।
এদিকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও আমলা বা আধিকারিক এই বৈঠকের সময়ে ছিলেন না সেই ঘরে। যদিও জানা গিয়েছে, মণিপুরে হিংসা কমাতে কেন্দ্র ও রাজ্য সরকার আগামীতে কোন পথে এগোতে পারে, সেই সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।

তবে আশ্চর্যের হল, ওই বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর অফিস এবং মুখ্যমন্ত্রীর অফিস (সিএমও) থেকে কিছু জানানো হয়নি। যদিও অরুণাচল সহ অনেক রাজের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠকের ছবি ও খবর পিএমও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে।
প্রসঙ্গত, গত বছর ৩ মে মণিপুরে জাতি দাঙ্গা শুরুর পর দুশোর বেশি মানুষ মারা গিয়েছেন। ঘরছাড়া প্রায় পঞ্চাশ হাজার।