উত্তীর্ণ অসমের একমাত্র জাতীয় রেফারি আব্দুল মজিদ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উত্তর পূর্ব ভারতের বার্ষিক ফিটনেস টেস্টে সফলভাবে উত্তীর্ণ হলেন শিলচরের জাতীয় রেফারি তথা বরাকরে একমাত্র সক্রিয় রেফারি আব্দুল মজিদ চৌধুরী। এই পরীক্ষায় অসম থেকে দুইজন রেফারি এবং সহকারি রেফারি হিসেবে তিনজন অংশ গ্রহণ করেন। তারমধ্যে শিলচরের একমাত্র রেফারি আব্দুল মজিদ এবং একজন সহকারি রেফারি উর্ত্তীন হয়েছে। সহকারি রেফারি হিসাবে উর্ত্তীন হন হিতেশ কলিতা।

তাঁদের এই সফলতায় উভয়কেই অভিনন্দন জানিয়েছেন শিলচরের রেফরিজ ট্রেনিং সেন্টারের সভাপতি, সাধারণ সচিব সহ অন্যান্যরা। উল্লেখ্য, ইম্ফলের খোমান লাম্পাক স্টেডিয়ামে  নর্থ-ইষ্ট জোনের এই রেফারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Author

Spread the News