অজগরের পেট থেকে বাঁচলেন এক ব্যক্তি
২৬ জুলাই : ১৫ ফুট লম্বা অজগরের আক্রমণেও আশ্চর্যজনক ভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন এক ব্যক্তি। একদল গ্রামবাসীর দ্রুত চিন্তাভাবনা এবং তাৎক্ষণিক পদক্ষেপ সেই আক্রান্ত ব্যক্তি সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই ঘটনারই শিরদাঁড়া ঠান্ডা করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মধ্যপ্রদেশের জবলপুরের কল্যাণপুর গ্রামের ঘটনা। ঘটনায় প্রকাশ, ওই ব্যক্তি খোলা জায়গায় মলত্যাগ করার জন্য একটি জঙ্গলে গিয়েছিলেন। সেসময় সাপটি পেছন থেকে কাছে এসে তার লেজ দিয়ে লোকটির ঘাড়ে কুণ্ডলী পাকিয়ে জড়িয়ে ধরে।
আতঙ্কিত ব্যক্তি ভয়ানক অজগরের মুখটি ধরতে সক্ষম হয়েছিলেন। এরপর সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে ছুটে আসেন গ্রামের অনেকেই। এই সময়ের মধ্যে, অজগরটি পুরোপুরি নিজেকে লোকটির চারপাশে জড়িয়ে ফেলেছিল।
তবে স্থানীয়রা এক সেকেন্ডও নষ্ট করেনি। দ্রুত অজগরটিকে শিকারের থেকে আলাদা করার চেষ্টা করে। ঘটনাটি যে মারাত্মক দুর্ঘটনায় পরিণত হতে পারে, তেমনটা আঁচ করে গ্রামবাসীরা কুড়ুল, পাথর এবং অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করে অজগরটিকে মেরে ফেলে।
এ দিকে, অজগর হত্যার দায়ে গ্রামবাসীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। বন বিভাগের আধিকারিকরা বলেছেন, কোনো ব্যক্তির জীবন বাঁচাতে যদি কোনো প্রাণী হত্যা করা হয় তবে তা অপরাধ হিসাবে চিহ্নিত হয় না।
ঘটনা প্রসঙ্গে ফরেস্ট রেঞ্জার মহেশচন্দ্র কুশওয়াহা বলেছেন, ‘অজগরটি তার গলায় কুণ্ডলী পাকিয়ে থাকায় লোকটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এমন পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি কোনো প্রাণীকে হত্যা করে তাহলে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না।’ সূত্র : খবর অনলাইন।