বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে ‌বিশাল শোভাযাত্রার প্রস্তু‌তি করিমগঞ্জে

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলা জুলুসে মহম্মদিয়া কমিটির উদ্যোগে বিশ্ব ন‌বীর জন্মদিন উপল‌ক্ষে বিশাল শোভাযাত্রায় আ‌য়োজন করা হ‌চ্ছে।এ ম‌র্মে বৃহস্পতিবার সন্ধ‌্যায় করিমগঞ্জ শহরের সেটেলমেন্টস্থিত সৈয়দ মফিদুল হোসেনের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন অনু‌ষ্ঠিত হয়।এ‌তে আ‌য়োজক মন্ড‌লির কর্মকর্তারা জানান যে বিশ্ব মানবতার মুক্তির দূত তথা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির বাহক পয়গম্বর হজরত মোহম্মদ (সাঃ)-এর জন্মদিবস উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার ক‌রিমগঞ্জ শহ‌রে এক শোভাযাত্রা বের করা হবে।এদিন সকাল ৮ টায় করিমগঞ্জের মাইজডিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই শান্তি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প‌রিক্রমা করে কানিশাইলের হারুন রশিদ ক্যাটেল মার্কেটে গিয়ে সমাপ্ত হবে।

মি‌ছি‌লে বিশ্ব নবীর শান্তির বাণীগুলো অনুসরণ করা হ‌বে। মুলত বিশ্ব নবীর মহান আদর্শকে দি‌কে দি‌কে ছ‌ড়ি‌য়ে দি‌তে এই মহা মি‌ছি‌লের আ‌য়োজন করা হ‌চ্ছে।এ‌তে সকল ইসলা‌মিক ধর্মপ্রাণ জনগ‌নের উপ‌স্থি‌তি ও স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন জেলা জুলুসে মোহাম্মদি উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মুফিদুল হোসেন।

এ‌দি‌কে, করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদি কমিটির পক্ষ থেকে মওলানা এমাদ উদ্দিন বলেন,শোভাযাত্রায় কেউই ডিজে বা মাইক দিয়ে কোন সঙ্গীত বাজিয়ে সা‌মিল হ‌তে পার‌বেন না।এদিনের সংবাদিক স‌ম্মেল‌নে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন জুলুসে কমিটির সম্পাদক আব্দুররশিদ চৌধুরী সহ অন্যান্যরা।

Author

Spread the News