শ্রীভূমির বাখরশালে জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৬
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ মে : শ্রীভূমি শহরের বাখরশাল এলাকায় মঙ্গলবার রাতে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। বহিঃরাজ্যে রোজগারের উদ্দেশ্যে ঘর ছেড়ে বের হয়েছিলেন তাঁরা। জানা গেছে, হাদারগ্রাম এলাকার কয়েক জন যুবক একটি ই-রিকশায় করে যাচ্ছিলেন। সেই সময় শিলচরের দিক থেকে দ্রুতগতিতে আসা AS11 BC 8952 নম্বরের একটি ট্র্যাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ই-রিকশাটিকে সজোরে ধাক্কা মারে। এতে সংঘর্ষের ফলে ই-রিকশাটি রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। রিকশার ভেতরে থাকা যাত্রীরা ও চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দে এলাকার বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ বাহন দু’টি নিজ হেফাজতে নেয়।
