চলতাকান্দিতে ঘরের মাটির দেওয়াল ধসে ছয় মাসের শিশুসহ বাবার মৃত্যু
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২ জুলাই : ধারা বর্ষণের ফলে কাছাড়ের চলতাকান্দিতে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। একটি ঘরের মাটির দেওয়াল ধসে ছয় মাসের এক শিশুসহ দুইজনের মৃত্যু ঘটে। মৃত শিশুটির নাম আসিফ উদ্দিন এবং যুবকের নাম আজির উদ্দিন।
এ মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকালে। জানা যায়, ঘরে শিশু ও মহিলা সহ নয় জনের একটি পরিবার ছিল। সকালে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে। ঘটনাস্থলে ছয় মাসে শিশু আসিফ উদ্দিন ও ৩৫ বছরের আজির উদ্দিনের মৃত্যু ঘটে। মৃত শিশু ও যুবক সম্পর্কে বাবা ও ছেলে। এ ঘটনায় পরিবারের আরও দুজন সদস্য আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যান।

এ খবর পেয়ে ঘটনাচলে পৌঁছে উধারবন্দ পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠায়। এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।