পদক জয়ী হেমন্ত দাসকে সংবর্ধনা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : কাছাড় জেলা কলারিপায়াত্তু অ্যাসোসিয়েশন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় গেমস ২০২৫-এ দু’টি ব্রোঞ্জ পদক জয়ী হেমন্ত দাসের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামজয় দাস হেমন্ত দাসের নিষ্ঠা ও সাফল্যের প্রশংসা করে বলেন, “আমরা হেমন্তের সাফল্যে গর্বিত। জাতীয় গেমসে দুটি ব্রোঞ্জ পদক জয় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

রামজয় দাস মার্শাল আর্ট এবং শারীরিক ফিটনেসের গুরুত্বের উপর জোর দিয়ে তরুণ ক্রীড়াবিদদের তাদের দৈনন্দিন রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। হেমন্ত দাস পদক জয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের আশ্বাস দেন।অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেমন সহ-সভাপতি অপূর্ব চক্রবর্তী, সঞ্জীব সরকার এবং ধনঞ্জয় সিংহও ক্রীড়াবিদের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমন্তের বাবা-মা এবং পরিবারের সদস্যরাও, যারা তার সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

পদক জয়ী হেমন্ত দাসকে সংবর্ধনা
পদক জয়ী হেমন্ত দাসকে সংবর্ধনা

Author

Spread the News