একই দিনে তিন ঘুষখোর গ্রেফতার
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : এবার শিক্ষা বিভাগে হানা দুর্নীতি নিবারণ ও ভিজিল্যান্স দলের। শুক্রবার গুয়াহাটি সেবা কার্যালয়ে হানা দিয়ে রেজিস্ট্রেশনের শাখার অ্যাসিস্টেন্ট সুপাররিনটেনডেন্ট সৈয়দ আরিসউদ্দিন আহমেদ ও ইনচার্জ সুপাররিনটেনডেন্ট দিনবন্ধু কলিতা ঘুষ গ্রহণ করার পর গ্রেফতার করে। অভিযোগকারীর HSLC সার্টিফিকেট সংশোধনের জন্য ঘুষ নিয়ে ছিলেন তারা। ভিজিল্যান্স দল দু’জনকে গ্রেফতার করে।
এ দিনের দ্বিতীয় ফাঁদে আটকা পড়লেন গহপুরের বিইইও। বিশ্বনাথ জেলার গহপুরের ব্লক প্রাথমিক শিক্ষা অফিসার হরিপ্রসাদ দাসকে গ্রেফতার করা হয়। একজন শিক্ষকের চাকরি নিয়মিত করার জন্য তাঁর অফিসে অভিযোগকারীর কাছ থেকে ঘুষ গ্রহণ করার পর তাকে গ্রেফতার করা হয়।