কাজিডহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। মঙ্গলবার সন্ধ্যারাতে সোনাইর কাজিডহর তৃতীয় খণ্ড মেনিপুরে সংঘটিত হয় ভয়ঙ্কর দুর্ঘটনাটি৷ জানা যায়, জাতীয় সড়কে এএস ১১ ভি ৮৩৫৬ নম্বরের দুই যুবক স্কুটিতে করে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে শিলচর অভিমুখে যাওয়ার পথে মেনিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা মেরে ছিটকে পড়েন। স্কুটিতে থাকা দুই যুবক সহ পথচারী কাজিডহর ৩য় খণ্ডের বাসিন্দা নুরুল হক লস্কর গুরুতর আহত হয়েছেন। স্কুটিতে থাকা ২যুবকের নাম জানা যায়নি তবে তারা দার্বি বাগানের বাসিন্দা বলে স্থানীয়রা জানান।
এদিকে ঘটনার বিকট শব্দে জড়ো হন এলাকার মানুষ। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশ। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিক্যালে পাঠান। দু’জনের অবস্থা সঙ্কটজনক বলেও জানা যায়।