দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু

২৯ ডিসেম্বর : দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা। বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জেজু এয়ারলাইন্সের ৭সি২২১৬ ফ্লাইটটি থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ফিরছিল।

রবিবার ব্যাঙ্কক থেকে সেখানে ফিরছিল জেজু এয়ার সংস্থার বিমানটির সব ঠিক ছিল। কিন্তু বিপত্তি ঘটে নামার ঠিক আগের মুহূর্তে। বিমানবন্দরের রানওয়েতেই দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগার পরেই আগুন জ্বলে উঠে বিমানটিতে, তারপরেই সেটি ভেঙে পড়ে রানওয়ের উপরে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাণ হারিয়েছেন ১৭৯ জন। দুইজন জীবিত রয়েছেন। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য। নেভানো হয়েছে বিমানের আগুন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? খতিয়ে দেখা হচ্ছে তাও।

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু

Author

Spread the News