মিজোরামে সড়ক দুর্ঘটনায় হত ১, আহত ২

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। রবিবার সকালে সাকিবাংলা মুয়ালে একটি গাড়ি দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। থিংসুলথলিয়াহ তলংনুয়াম ওয়াইএমএ সামাজিক মাধ্যমে  বলেছে যে গাড়িটি চামফাই থেকে আইজল যাচ্ছিল।

দুর্ঘটনায় পু সি জোপারলিয়ানার ছেলে পু সি লালহুইমাওইয়া (৩২) নিহত হয়েছেন। আহতরা হলেন লালরেমসিয়ামা, (২৪) ও বেথলেহেম ভেং এবং সি. লালহুয়েটলুয়াঙ্গা (২৩)। আহতদের থিংসুলথলিয়া সিএইচসিতে নেওয়া হয়েছে।

মিজোরামে সড়ক দুর্ঘটনায় হত ১, আহত ২
মিজোরামে সড়ক দুর্ঘটনায় হত ১, আহত ২

Author

Spread the News