ঘর থেকে উদ্ধার বুলেট ভর্তি বিদেশি পিস্তল, ধৃত ১

ঘর থেকে উদ্ধার বুলেট ভর্তি বিদেশি পিস্তল, ধৃত ১

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুলিশের অভিযানে শহরের দশ নং ওয়ার্ডের কলেজ রোড গৌড়গোপাল সরণী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে বুলেট ভর্তি একটি বিদেশি পিস্তল। আটক করা হয় বাড়ির মালিককেও। জানা গেছে, রবিবার বিকেল গোপন খবরের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং এর নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশের একটি দল ধর্মনগর শহরের গৌড়গোপাল সরণী এলাকার বাসিন্দা রাজু দেবের বাড়িতে অভিযান চালিয়ে দশ রাউন্ড বুলেট সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। সঙ্গে উদ্ধার করা হয় দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ একটি গাড়ি। একই সঙ্গে আটক করা হয় বাড়ি মালিক রাজু দেবকে।

অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং সংবাদ মাধ্যমের কর্মীদের জানান, উদ্ধার হওয়া পিস্তলটি অটোমেটিক পিস্তল ৭.৬২ রাশিয়ান মেড। এদিকে, পুলিশের প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি জানায় ডিমাপুর থেকে পিস্তলটি ক্রয় করে নিয়ে এসেছে।

Author

Spread the News