বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : পাথারকান্দির আদমটিলা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা বাগান শ্রমিকের। বাগানের সেকশনে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলা চা শ্রমিকের। এ কাণ্ডে ব্যাপক ক্ষোভ দেখা দেয় আদমটিলায়। হত শ্রমিকের নাম আরতী সালিয়া (৪৫)। স্বামীর নাম লচনা সালিয়া। বাড়ি স্থানিয় আদমটিলা বাগানে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ। মহিলা শ্রমিক আদমটিলার মোহনগুল এলাকায় চা-পাতা তোলার কাজে ব্যস্ত ছিলেন।হঠাৎ করে চা বাগানে উপর দিয়ে যাওয়া তেত্রিশ হাজার কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে চলে গেলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়রা এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগকে দায়ী করেন। তাদের অভিযোগ বিদ্যুত বিভাগের গাফিলতির জন্য এক শ্রমিককে বেঘোরে প্রাণ হারাতে হল। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলাপ করে মৃতদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।