বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : অন্যান্য বছরের মতো এবছরও পাথারকান্দিক কলেজের প্রতিষ্ঠাতা তথা অধ্যাপক কমরুল হক স্মরণ করা হল। মৃত্যু রহস্য ভেদ করতে ফের সিবিআই তদন্তের দাবিতে গণ মিছিল শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যপাল গোলাপচাঁদ কাঠারিয়া উদ্দেশে স্মারকপত্র প্রদান করেন স্থানীয় জনগণ সহ কলেজ পড়ুয়ারা। উল্লেখ্য আজ থেকে পচিশ বছর পূর্বের অভিশপ্ত ১৯ অক্টোবর এক রহস্যজনক পথ দুর্ঘটনায় প্রাণ হারান সর্বজন পরিচিত পাথারকান্দির শিক্ষাবিদ তথা জনদরদি সমাজকর্মী অধ্যাপক কমরুল হক। কিন্তু রহস্যজনক ভাবে আজ দীর্ঘ পচিশ বছর অতিক্রান্ত হওয়ার পরও প্রয়াত কমরুল হকের মৃত্যু রহস্য আজও উদ্ঘাটন হয়নি। এনিয়ে বারবার সিবিআই তদন্তের দাবি উঠলেও নিটফল শূণ্য।৷
এদিন প্রয়াত কমরুল হকের দুর্ঘটনাগ্রস্থ বাহনের চালক সহ গাড়িতে থাকা সহযাত্রীরা বেঁচে ফিরলেও রহস্যজনক ভাবে শুধু প্রাণহানি ঘটে কমরুল হকের। এতে শুরু থেকেই তাঁর সফর সঙ্গীদের বিরুদ্ধে চক্রান্ত করে হত্যার অভিযোগ করে আসছেন প্রয়াতের পরিবারের লোক সহ পাথারকান্দিবাসী। এমন গণ দাবিতে এক সময়ে নাকি কলকাতা থেকে একটি সিবিআই তদন্তকারি দল তদন্তে নামলে তাদের মাঝপথে বিশেষ মহল প্রভাবিত করে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। ফলে আজও এই রহস্যজনক মৃত্যু কাণ্ডের কোন কিনারা হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার ফের সিবিআই তদন্তের দাবিতে পাথারকান্দি সার্কল অফিস কাঁপালো পাথারকান্দির জনগণ সহ কলেজ পড়ুয়ারা। পরে তারা সিবিআই তদন্তের দাবিতে সার্কল অফিসারের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যপালের উদ্দেশে স্মারকপত্র প্রদান করেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।